নাসিমরুমি: রাজধানীর আর্মি স্টেডিয়ামে “তারুণ্যের বাংলাদেশ কনসার্টে” গাইছিলেন জেমস। সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। প্রকাশ্য লোকসমাগমের মধ্যে হঠাৎই সিয়ামকে চুমু দিতে উদ্যত হন সুনেরাহ, বিষয়টি ভালো লাগেনি সিয়ামের।
বিষয়টি এটুকুতেই শেষ হতে পারত, কিন্তু সিয়াম মেজাজ হারিয়ে সুনেরাহকে চড় দিয়ে বসলেন। এরপর স্বাভাবিকভাবেই ঘটনাস্থল ত্যাগ করেন সুনেরাহ।
এমন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল এই ভিডিওটির জন্য বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন সুনেরাহ বিনতে কামাল।
সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি দীপঙ্কর দীপন পরিচালিত “অন্তর্জাল” ছবির শুটিংয়ের একটি অংশ।
তিনি বলেন, “ভিডিওটি এভাবে ভাইরাল হবে তা আমরা কেউ কখনও ভাবিনি। ওই ভিডিওটির জন্য আমিও বিপাকে পড়ি। আমার অনেক পরিচিত মানুষ, যারা আমাকে জানেন, তারাও ভিডিওটি শেয়ার করে আমাকে ট্যাগ করছিলেন। আমি অবাক হয়েছি, তারা বাস্তবে জানতেন আমি কেমন তবুও তারা আমাকে ভুল বোঝে গালি দিচ্ছিলেন! এতে বেশ কষ্ট লেগেছে আমার।”