দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ভালো নেই। পা মচকে গেছে তার। বর্তমানে ক্রাচে ভর করে হাঁটাচলা করতে হচ্ছে তাকে। তবে কীভাবে পা মচকেছে, তা জানাননি এই কণ্ঠশিল্পী।
নিজের ফেসবুক হ্যান্ডেলে বুধবার সকালে একটি ভিডিও প্রকাশ করেছেন গায়িকা। ওই ভিডিওতে দেখা যায়, তিনি দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন। ক্যাপশনে লিখেছেন, পা’টা আবার মচকালো। অর্থাৎ এর আগেও হয়তো সামিনা চৌধুরীর পা মচকেছিল।
সামিনা চৌধুরীর এই পোস্ট দেখে ভক্তরা অনেকটাই ব্যথিত। কষ্ট পেয়েছেন, সে কথা জানাচ্ছেন মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, নন্দিত ও অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সামিনা চৌধুরীর সংগীতজীবন শুরু হয় খুব ছোটবেলায়। ১৯৭৭ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া সামিনা চৌধুরী নতুন কুঁড়ির সংগীত প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৮১ সালে প্লেব্যাক গায়ক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।