English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ভালোবাসি তোমায় চলচ্চিত্রে বিশেষ চরিত্রে ড্যানি সিডাক

- Advertisements -

ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়,কাহিনী আবুল হোসেন মজুমদার,ফারুক হোসেন মজুমদার প্রযোজিত, আনোয়ার সিকদার পরিচালিত “ভালোবাসি তোমায়” সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক।

ড্যানি সিডাক বাংলাদেশী চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা। ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে নিজস্ব আইডেনটিটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তাঁর অভিনীত বেশকিছু ছবির মধ্যে ফ্যান্টাসি, সাহসিকতার মিশ্রণ থাকায় দর্শকনন্দিত হয়েছিল। তাকে দর্শক সেভাবেই দেখতে চাইত। ছবিগুলোতে ড্যানি খুব সহজেই মানিয়ে যেতেন।

ড্যানির ক্যারিয়ার শুরু হয় ১৯৮৪ সালে। শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবিতে নায়ক রুবেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নায়কের মতোই মার্শাল আর্ট জানা একজন খলনায়কের প্রয়োজন হয়েছিল। তিনি তখন ড্যানি সিডাককে ছবিতে নেন। ছবিটিতে রুবেল-ড্যানি সিডাকের মার্শাল আর্ট দর্শক পছন্দ করেছিল।

ঢালিউডে ড্যানি সিডাক নায়ক ও খলনায়ক ইমেজে অভিনয় করে গেছেন। দুই ভূমিকাতেই সফল তিনি।
ড্যানি সিডাকের উল্লেখযোগ্য ছবি – লড়াকু, বীরপুরুষ, দেনমোহর, সুপারম্যান, শক্তির লড়াই, বনের রাজা টারজান, গরিবের রাজা রবিনহুড, সিংহ পুরুষ, অকর্মা, গরিবের সংসার, ক্ষতি পূরণ, রূপের রাণী গানের রাজা, বাঘা-বাঘিনী, বিজলী তুফান, ফাইভ রাইফেলস, আলিফ লায়লা, মারকশা, শেষ আঘাত, চাকরানী, রুবেল আমার নাম, বজ্রপাত, জালিমের দুশমন, বীর সন্তান, প্রেম সোহাগী, অবুঝ মনের ভালোবাসা, চার সতীনের ঘর, কে আমি, অগ্নি ইত্যাদি।

ভালোবাসি তোমায় চলচ্চিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু,ইরা শিকদার,বড়দা মিঠু,রেবেকা,নাদের চৌধুরী,সাহেলা,শফিক খান দিলু, অঞ্জলি রায়, ফাইয়াজ ববি,জ্যাকি আলমগীর, সরল হাসমত,বরিশাল্লা বাদল,সাইফুল ও সাথী ইসলাম। সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন ও এস কে সাগর শান। মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন