ভালোবাসা দিবসে ভালোবাসার গান নিয়ে বৈশাখী টিভি পর্দায় হাজির হচ্ছেন জননন্দিত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘বৈশাখীর ভালোবাসার গান’।
প্রচার হবে বিকেল ৫.৩৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। নকুল কুমার বিশ্বাস বলেন, স্রষ্টার অসীম রহমত আছে বলেই আমি আজও সুস্থ আছি, আজ গান গাইতে পারছি।
বৈশাখীর ভালোবাসার গান অনুষ্ঠান আমার ভক্ত -দর্শকদের দারুনভাবে উজ্জীবিত করবে বলে আমার বিশ্বাস।
ভালোবাসার দিনে সবার সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার জন্যই এ অনুষ্ঠানের মাধ্যমে বৈশাখী টিভি পর্দায় আমি হাজির হবো। আশা করি আমার দর্শকরা আমাকে বিমুখ করবেন না।