জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত অভিনীত ভালোবাসা দিবসের নাটক ‘সেকেন্ড হানিমুন’। টিপু আলম মিলনের গল্পে, জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। প্রচার হবে ১৪ ফেব্রয়ারি রাত ১০.০০টায় বৈশাখী টিভিতে।
নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, জাকির সমুদ্র সৈকতের একজন ফটোগ্রাফার। পর্যটকদের ছবি তোলাই তার পেশা। মুসাব্বির নামের এক লোক তার নববধূকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছেন। কিন্তু জাকির এই মুসাব্বিরকে আগে থেকেই চিনে কারণ মুসাব্বির এর আগেও অন্য মেয়ে নিয়ে কক্সবাজার এসেছিলেন এবং জাকির ঐ মেয়ের ছবি তুলতে গিয়ে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করেছিলেন ওই নারী তার স্ত্রী কি না?
মুসাব্বির তার অন্যায় ঢাকতে জাকিরের গায়ে হাত তোলেন । জাকির তার প্রতিশোধ হিসেবে সেই ছবি তার কাছে রেখে দেন। এবার মুসব্বির যখন তার প্রকৃত স্ত্রীকে নিয়ে ঘুরতে আসেন জাকির তার সাথে অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। জাকির মুসাব্বিরকে নানাভাবে হুমকি দেয়- মুসাব্বির যে আগে অন্য মেয়ে নিয়ে কক্সবাজার এসেছিল এই ছবি সে তার বর্তমানে স্ত্রীকে দেখাবে।
শুরু হয় মুসাব্বির এবং জাকির-এর মধ্যে টম এন্ড জেরি খেলা। মুসাব্বিরের হাজারো অনুনয় বিনয় আকুতি জাকিরের মনকে নরম করতে পারেনা। জাকির তার গায়ে হাত তোলার প্রতিশোধ সে নিবেই। মজার মজার ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়ে চলে ‘সেকেন্ড হানিমুন’ নাটকের গল্প।
নাটকটিতে জাকিরের চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মুসাব্বিরের চরিত্রে অলিউল হক রুমি এবং নববধূর চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর।