নাসিম রুমি: অবশেষে সম্পন্ন হলো ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের আলোচিত সেই বিয়ে। এই বিয়ের জৌলুস আগে থেকেই সবার নজর কেড়েছে। গেলো মার্চ মাস থেকে একাধারে চলছে উৎসব। আম্বানিদের রাজকীয় বাড়ি অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের তারকারা।
বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই। অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়েছিলেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও। এখানেই শেষ নয়, এসেছেন মার্কিন তারকা কিম কারদাশিয়ান! সঙ্গে তার বোন ক্লোই কার্দাশিয়ানও।
মুম্বই বিমানবন্দরে গ্ল্যামারাস অথচ ছিমছাম পোশাকেই নামেন কিম। সুন্দর করে হেসে কিম হাত নাড়েন প্যাপারাৎজির উদ্দেশে। আলোকচিত্রীদের পক্ষ থেকেও তাকে চিৎকার করে বলা হয়, মুম্বইয়ে আপনাকে স্বাগতম! এদিকে বিয়ে বাড়ির মজা তো আছেই।
তাছাড়াও ভারতে এসে শহর ঘুরে দেখার লোভ কি সামলানো যায়? তবে এই সফরে এসে এক কাণ্ড ঘটিয়ে বসেন কিম। বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় অটো রিকশায় চড়ে ঘুরে বেড়িয়েছেন কিম কারদাশিয়ান আর তার বোন ক্লোই। উচ্ছ্বাস ধরা পড়েছে হলিউড তারকার চোখেমুখে।
এই গ্লোবাল স্টারকে অটোরিকশায় ঘুরতে দেখে হতবাক মুম্বইয়ের মানুষ। নেটপাড়াতেও দাবানল গতিতে ভাইরাল হয়ে যায় সেই ছবি এবং ভিডিও। বর্ষায় মুম্বই দেখার অভিজ্ঞতাও তার এই প্রথম। আর তাই নিজের ইনস্টাগ্রামে নিজস্বী শেয়ার করেছেন প্রথম ভারত সফরের। তার পরই ভাইরাল হয় তাদের অটো-রিকশা চড়ার ভিডিও।