English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ভারতের ওটিটিতে মোশাররফ হচ্ছেন ঠাকুর

- Advertisements -

নাসিম রুমি: কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’। ১৯৪০ সালে প্রকাশিত এ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। যিনি মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। বেচু চক্কত্তির খাবারের হোটেলে মাসে ৭ টাকা বেতনে কাজ করে।

আর স্বপ্ন দেখে—একদিন তার নিজেরও একটা হোটেল হবে। উপন্যাসটিতে নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলেছেন বিভূতিভূষণ। এই হাজারি চরিত্রে এবার দেখা যাবে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে।

ভারতীয় সংবাদমাধ্যম ওটিটিপ্লে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। শিগগিরই প্রকাশ্যে আসতে যাওয়া ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্মের জন্য এ সিরিজ পরিচালনা করবেন নির্মাতা অরিন্দম শীল।

গণমাধ্যমটি আরও জানায়, আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর চরিত্রে পরিচালক অরিন্দম বেছে নিয়েছেন মোশাররফ করিমকে।

অন্যদিকে, এ উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পদ্ম। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে সে। হোটেলের ঝি হলেও ষোলো আনা ক্ষমতা তার হাতে। মালিক বেচু তাকে ভরসা করে। অনেকটা তার কথামতোই চলে হোটেল। এ সুযোগ কাজে লাগিয়ে পদ্ম নানা সময় হোটেলের খাবার চুরি করে।

মালপত্র সরায়। হাজারি ঠাকুরকে সে ঈর্ষা করে, নানা অপবাদ দেয়। সিরিজটিতে এ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়া বেচু চক্কত্তির চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন