বলিউড অভিনেতা সাইফ আলি খান গত বুধবার নিজের বাসায় এক দুষ্কৃতকারীর আঘাতে আহত হন। ওই ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তিনি সাইফকে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন বলে দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, শেহজাদ একজন বাংলাদেশি। যিনি নাম পরিচয় লুকিয়ে মুম্বাইয়ে বাস করছিলেন।
৩০ বর্ষী শেহজাদ মুম্বাই শহরের থানে নামের এলাকায় কেয়ারটেকারের কাজ করতেন। পুলিশ তাকে শহরের হিরাননন্দি স্টেটের একটি লেবার ক্যাম্প থেকে গ্রেফতার করে। তাকে জুডিসিয়াল কাস্টোডিতে নেওয়ার আগে পুলিশ তাকে বান্দ্রাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
মুম্বাই পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, ‘জব্দ করা কাগজপত্র বলছে সে একজন বাংলাদেশি মুসলিম। শেহজাদ অবৈধভাবে ভারতে এসেছে। প্রায় ৫-৬ মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন, পরে মুম্বাইয়ে আসেন।’
শেহজাদ নিজেকে কখনও বিজয় দাস, ভিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে বলে পরিচয় দিত। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে শেহজাদ একটি কনস্ট্রাকশন সাইটে কন্টাকটর হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় তিনি কেন জড়িত, সেই বিষয়টির খোঁজ করছে পুলিশ। তার থেকে ধাঁরালো অস্ত্রও জব্দ করে পুলিশ।
নবাব-খ্যাত সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন তিনি হাসপাতালে শয্যাশায়ী। তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। এখন তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে বলেও জানিয়েছেন তারা।