বলিউড সুপারস্টার অজয় দেবগানের একমাত্র ভাই অনিল দেবগান। শুধু বলিউড তারকার ভাই নয়, পরিচালক এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে নিজেও বলিউডের সঙ্গে যুক্ত থেকেছেন বহুদিন। তবে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অনিল। গত সোমবার (৫ অক্টোবর) রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অনিল। গতকাল মঙ্গলবার টুইট বার্তায় ভাইয়ের চলে যাওয়ার এই শোক সংবাদ শেয়ার করেন ভাই অজয়।
অজয় লেখেন ‘আমি আমার ভাই, অনিল দেবগানকে হারালাম গত রাতে। ওর এই অকালে চলে যাওয়াটা পরিবারে মেনে নিতে পারছে না, ভেঙে পড়েছে সবাই। পুরো দেবগান পরিবার এবং আমি ওর উপস্থিতি খুব মিস করবো। প্রার্থনা করবো ওর আত্মার শান্তির জন্য। মহামারি পরিস্থিতির জন্য ওর জন্য কোনও প্রার্থনা সভা আয়োজন করা হচ্ছে না।’ এদিকে, অজয়ের টুইটে সমবেদনা জানিয়েছেন অভিষেক বচ্চন, শেখর কাপুর, বনি কাপুর, উর্মিলা মাতোন্ডকর সহ বি-টাউনের একাধিক সদস্য এবং অজয়ের ভক্তরা।
গত বছর মে মাসে বাবাকে হারিয়েছিলেন অজয়। আর এবার চলে গেল ভাই। ১৯৯৬ সালে সলমন খান, সানি দেওলের জিত ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজের মাধ্যমে রুপোলি দুনিয়ায় নিজের সফর শুরু করেন অনিল।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন