নাসিম রুমি: সালমান খানের ছবি ‘সিকান্দর’ ঘোষণার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২৫ সালে মুক্তি পাবে ‘সিকান্দর’। তবে ভক্তরা প্রতিটি আপডেটের জন্য মরিয়া হয়ে উঠেছেন। হায়দরাবাদের শুটিং শেষ করে ভাইজান এখন মুম্বাইয়ের ‘সিকান্দর’-এর পরবর্তী শিডিউলের শুটিং শুরু করেছেন। সিনেমাটির জন্য মুম্বাইয়ের একটি ট্রেনের সিকোয়েন্সের শুটিং করেছেন সালমান। ‘সিকান্দর’-এ ট্রেনের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। বোরিভালি স্টুডিয়োতে এ শুটিং হয়েছে। যে কারণে স্টুডিয়োটিকে রেল স্টেশনের মতো রূপও দেওয়া হয়েছিল।
সেখানের অ্যাকশনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে আলোড়ন তুলেছেন ভাইজান। ‘সিকান্দর’-এর টিমের পাশাপাশি সালমানের নিরাপত্তারক্ষীরাও সেটে দৃশ্যটি শুট করার সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। তাই সালমানের সেটে পৌঁছানোর একদিন আগেই সব প্রস্তুতি সেড়ে ফেলা হয়েছিল। ৩৫০ জনকে নিয়ে ট্রেনের দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। জানা যায়, এটি এমন একটি দৃশ্য, যেখানে সালমান খানকে ভয়ঙ্কর লুকে দেখা যায়। দৃশ্যটিতে তাকে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ।
অ্যাকশন কোরিওগ্রাফার নির্দেশ দেওয়া হয় এই দৃশ্যটি যাতে প্রতিশোধের আগুনে পরিপূর্ণ হয়ে উঠে। তাই এমন ভাবেই সবকিছু করা হয়। সালমান বলেন অতীতে অনেক ছবিতে অ্যাকশন ছবিতে অভিনয় করেছি কিন্ত ‘সিকান্দার’ ছবির মত এমন ভয়ংকর অ্যাকশন দৃশ্য কোন ছবিতে করিনি। দর্শকরা আমাকে নতুন রূপে দেখবে অ্যাকশন দৃশ্যতে।
তিনি আরও বলেন আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। জানুয়ারির শেষ পর্যন্ত মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে ‘সিকান্দর’-এর শুটিং হবে। আগামী বছর ইদে ছবিটি মুক্তি পাবে। সালমান ছাড়াও ‘সিকান্দর’ ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা।