English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ভগ্নিপতিকে হুঁশিয়ারি সালমানের

- Advertisements -

নাসিম রুমি: ভুল করলেও প্রকাশ্যে তা স্বীকার করার ক্ষমতা রাখেন সলমন খান। কখনও সাক্ষাৎকারে, কখনও আবার ‘বিগবস্’-এর মঞ্চে নিজেকে নিয়ে মুখ খুলেছেন তিনি। তবে হাজার ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও, তাঁর অনুরাগীর সংখ্যা মোটেই কম নয়। বলিউডের ভাইজান তিনি।

তাই তাঁর মতো হয়ে উঠতে চান বহু অনুরাগী। সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মাও নাকি বেশ কিছু ক্ষেত্রে তাঁর মতো হতে চান। সলমনই তাঁর অনুপ্রেরণা। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ হয়নি ভাইজানের। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর মতো হয়ে ওঠার কোনও প্রয়োজন নেই।

সম্প্রতি গনমাধ্যম আয়ুষকে প্রশ্ন করেছিলেন, “সলমনের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান?” আয়ুষের সঙ্গে সে দিন ছিলেন সলমনও। তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেন। সলমন বলেছিলেন, “আমার গুণগুলো ও যত এড়িয়ে চলবে তত ভাল ওর জন্য। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছে।”

শুধু অভিনয় নয়। ব্যক্তিগত জীবনের কারণেও বার বার শিরোনামে এসেছেন সলমন খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি। একাধিক প্রেম হলেও, এখনও বিয়ে করেননি ভাইজান। যদিও অনুরাগীরা এখনও আশা ছাড়েননি। তাঁদের আশা, ভাইজান ঠিক এক দিন বিয়ে করবেন। যদিও সলমনের প্রেমিকার তালিকা লম্বা হলেও বিয়েতে নৈব নৈব চ। তাই সলমন চান না, বোন অর্পিতা খানের স্বামী আয়ুষও তাঁর পথ অনুসরণ করুক।

সেই জন্য সলমন আগেই আয়ুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর গুণ অনুসরণ করার কোনও দরকার নেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন