বিয়ে, মধুচন্দ্রিমা কিংবা সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া—কয়েক মাস ধরেই চর্চায় রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এবার মেজাজ হারিয়ে শিরোনামে এলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মন্দিরের ভেতরে তাঁর ভিডিও ধারণ করায় এক ভক্তের মুঠোফোন ভেঙে ফেলার হুমকি দিয়েছেন নয়নতারা। খবর টাইমস অব ইন্ডিয়ার ভিডিওতে দেখা গেছে, স্বামী ভিগনেশ শিবানকে নিয়ে তামিলনাড়ুর একটি মন্দিরে যান নয়নতারা।