তামিল সুপারস্টার অজিত কুমার। সিনেমার বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে তিনি গোপনীয় রাখতেই স্বাচ্ছন্দবোধ করেন। আর এ ব্যাপারে তিনি এতোটাই সচেতন যে, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ব্যবহার করেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, তামিল সিনেমার শীর্ষস্থানীয় সুপারস্টার অজিত বর্তমানে দুবাইতে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। আর সেখানে এক ভক্তের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে দেখা গেছে তাকে। অজিতের এমন কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অজিতের অলক্ষে একজন ভক্ত তার ভিডিও করতে শুরু করলে, অভিনেতা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে ফোন কেড়ে নেয় এবং সেই ভিডিও মুছে দেন। মজার ব্যাপার হলো, এ পুরো বিষয়টির ভিডিও আবার আরেকজন ধারণ করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওটি নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। নেটিজেনদের একাংশ ব্যক্তিগত জীবনের যুক্তি টেনে অভিনেতার পক্ষে কথা বলেছেন। অন্যদিকে অনেকেই আবার অভিনেতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন।
তবে অজিত এবারই প্রথম এমন সমালোচনার মুখোমুখি হলেন, তা কিন্তু নয়। কয়েক বছর আগে অজিত এভাবে আরও একজন ভক্তের ফোন কেড়ে নিয়েছিলেন। সেসময় করোনা মহামারি চলাকালীন এক ভক্ত কাছে এসে ছবি তোলার চেষ্টা করলে তার ফোন কেড়ে নিয়েছিলেন তিনি। মহামারি প্রোটোকল ভেঙে ফেলায় সেই সময় অজিত খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। ভক্তকে কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। পরে ভক্তের কাছে ফোন ফেরত দেওয়া হয়।
অজিত জনসাধারণের কাছ থেকে নিজেকে বরাবরই দূরে রাখেন। তার কোনো চলচ্চিত্রের অনুষ্ঠানে তিনি যোগ দেন না, চলচ্চিত্রের প্রচারও করেন না। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমা নিয়ে মেতে থাকেন ভক্তরা। এমনকি অডিও লঞ্চ এবং প্রি-রিলিজ ইভেন্টের মতো প্রচারমূলক ইভেন্ট ছাড়াই তার চলচ্চিত্রগুলো ব্লকবাস্টার হয়ে ওঠে।