তিনি বলিউডের রানী। জয় করেছেন কোটি কোটি ভক্তের মন। নব্বই দশকের মাঝামাঝিতে হিন্দি সিনেমায় নাম লেখানো বাঙালি এ অভিনেত্রী শাহরুখ, সালমান, আমিরসহ সমসাময়িক সব স্টার-সুপারস্টারদের বিপরীতে সাফল্য পেয়েছেন।
বিশ দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। কর্মজীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
আজ ২১ মার্চ রানীর জন্মদিন। এবারে তারা ৪৩তম জন্মদিন পালন করছেন ভক্তরা।
এবারের জন্মদিনে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন রানী। গতকাল শনিবার, ২০ মার্চ একটি ইনস্টাগ্রামে রানী জানিয়েছিলেন, জন্মদিনে (২১ মার্চ) পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন। সেই অনুযায়ী তিনি আজ রোববার নতুন সিনেমা নিয়ে মুখ খুলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ফিচার ড্রামা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামের একটি সিনেমাতে দেখা যাবে রানীকে। জী স্টুডিওর মনিশা আদভানি, মধু ভোজওয়ানি এবং এমা এন্টারটেইনমেন্ট রানীকে নিয়ে তদের পরবর্তী সিনেমার এ নামটি ঘোষণা করেছে।
একজন মায়ের দেশের প্রতি ত্যাগ স্বীকারের সত্য ঘটনা নিয়ে নির্মিত হবে এ চলচ্চিত্র। ইতিমধ্যে ছবির শুটিং পূর্ববর্তী কাজ শুরু হয়ে গেছে। মাসখানেকের মাঝেই শুরু হবে সিনেমাটি শুটিং।