২০২৩ সালটা দীপিকা পাড়ুকোনের জন্যও ছিল দুর্দান্ত এক বছর। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ দিয়ে বছর শুরু করেন অভিনেত্রী এবং জওয়ানের তুমুল সাফল্য দিয়েই বছর শেষ করেছেন। বলিউডের শীর্ষ এই নায়িকা বর্তমানে রয়েছেন নিজের সেরা ছন্দে।তবে নিজের পারফরম্যান্সের পাশাপাশি তিনি তাঁর প্রিয় অভিনেতার প্রশংসা করতেও ভুললেন না। সম্প্রতি সামাজিক মাধ্যমে হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ট্রো’র একটি দৃশ্য শেয়ার করে এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন দীপিকা।
লিওনার্ড বার্নস্টেইনের বায়োপিক থেকে ভাইরাল লন্ডন সিম্ফনি অর্কেস্ট্রার দৃশ্যটি শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা লিখেছেন, ‘আহ এই দৃশ্যটা! সম্ভবত সাম্প্রতিক বছরগুলিতে আমার চোখে সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি।’
দীপিকার সেই পোস্টে মন্তব্য করে কুপারের পারফরম্যান্সের প্রশংসা করছেন ভারতীয় দর্শকরাও। দীপিকার সঙ্গে অনেক দর্শক অনুরাগীই একমত পোষন করে জানাচ্ছে, বিগত কয়েক বছরের সেরা চলচ্চিত্রের মধ্য একটি ‘মায়েস্ট্রো।
ব্র্যাডলি কুপার পরিচালিত ‘মায়েস্ট্রো’ মূলত লিওনার্ড বার্নস্টেইনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। কুপার শুধু পরিচালনাই করেননি, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন। কেরি মুলিগান বার্নস্টাইনের স্ত্রী ফেলিসিটি মন্টিলেগ্রে ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও জেরেমি স্ট্রং এবং সারা সিলভারম্যানও রয়েছেন। চলচ্চিত্রটি এ বছর বক্স অফিসে ভালো আয়ের পাশাপাশি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। অনুরাগীদের মতে, এ বছর মায়েস্ট্রো দিয়ে প্রথমবারের মতো অস্কার জিততে চলেছেন ব্র্যাডলি কুপার।