নাসিম রুমি: নানা ইস্যুতে প্রায়ই খবরের শিরোনাম হতে দেখা যায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। আর যেখানে অনন্যার নাম আসবে সেখানে আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ তো আসবেই। কারণ কয়েক দিন আগেও বলিউডের হট কাপলের তালিকার একদম উপরের দিকে ছিল তাদের নাম। দু’বছর থেকে তাদের প্রেমের গুঞ্জনে প্রায়ই খবরের শিরোনাম হতেন তারা।
যদিও মাঝে-মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে এর কিছুটা ইঙ্গিত দিতেন অনন্যা। তবে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই হঠাৎ খবর আসে ব্রেকআপ হয়ে গেছে তাদের। এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, আদিত্য ও অনন্যা দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে তিক্ততা এসেছে।
এবার অনন্যার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মনের গোপন কথা খোলাসা করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, একজন তাকে জিজ্ঞাসা করেন, কেমন আছেন তিনি? এর বিপরীতে অনন্যা বলেন, আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল। আমাদের ব্রেকআপ হয়েগেছে। এখন আমি আমার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে বেশী যত্নবান হবো।
তার এই জবাবে সকলের কাছেই খোলাসা হয় আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ভালো নেই তিনি। জানা যায়, একমাস আগেই সম্পর্কে ফাটল ধরেছে এই জুটির। হঠাৎ তাদের ব্রেকআপ হওয়ায় বন্ধুমহল থেকে শুরু করে তার ভক্ত শুভাকাক্সক্ষীরা বেশ অবাক হয়েছেন।