English

21.4 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

‘ব্রেকআপের সেই কষ্ট না পারছিলাম সইতে, না কাউকে বলতে’

- Advertisements -

জাহারা মিতু: আজ থেকে ঠিক ৪ বছর আগে, ২০২১ এর ২৬শে ফেব্রুয়ারি আমার ব্রেকআপ হয়েছিলো। তখন মিডিয়ায় কাজ করছি একের পর এক। এতো ব‍্যস্ততার পরও একদিকে নিজের সাথে হওয়া অন‍্যায় সহ‍্য করতে পারছিলাম না, অন‍্যদিকে যার সাথে কাজ করি তার সাথে প্রেমের মুখরোচক গল্প হয়ে গেল আমার নিজেরও বিনোদনের মাধ্যম। না পারছিলাম ব‍্যক্তিগত জীবনের সেই সময়টার কথা কাউকে বলতে, না পারছিলাম সইতে। একটা সিরিয়াস সম্পর্কের ‌‘post break-up’ সময়টা যে কতোটা ভয়ানক তখন টের পেয়েছিলাম। আমার এতো হাসির আড়ালে কেউই বুঝতে পারেনি ঠিক কিসের ভেতর দিয়ে গিয়েছে সময়!

আমি জানি না, এরা সম্পর্ককে এতো হালকা ভাবে কিভাবে নেয়। একটা সম্পর্ক ভাঙা-গড়া কতোটা সময়ের ব‍্যাপার। এদের সেই সময়টুকুও লাগে না হায়রে! আমি সেকেলে, তাই হয়তো সেই সম্পর্ক থেকে “Move on” করতেই আমার দু বছর কেটে যায়। এরপর গত চার বছরের একটানা সিঙ্গেল লাইফ।

আমার এখন আর সেই মানুষটার সাথে কাটানো স্মৃতি মনে নেই, তবে সম্পর্ক ভাঙার পরের যে ট্রমা সেটা মনে আছে। এরপর অনেকটা সময় পার করেছি, শুধু জীবনে আর এই ট্রমা নিতে চাই না প্রতিজ্ঞা করে। এরপর আমার আর কাউকেই ভালো লাগতো না, চাইনি আবারও কোনো কষ্ট পেতে। প্রচণ্ড শক্ত মন-মানুষিকতার এই আমিও ভয় পেয়েছি আবারও ভেঙে যেতে।

সত‍্যিই পৃথিবীটা অদ্ভুত। যে অন‍্যায় করে তার অনুশোচনা হয় না, ‍যার সাথে অন‍্যায় হয় সেই ভোগান্তি পোহাতে থাকে… আজ সেই চার বছর পেছন ফিরে তাকিয়ে দেখি, প্রকৃতি সব মনে রেখেছে, হিসাব মিলিয়েছে বহু আগেই। পঁচা শামুকে পা কেটে অবস্থা নাজেহাল, আমি হাসছি মুক্তমঞ্চে…

(ফেসবুক থেকে সংগৃহীত)

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন