বৈশাখীর সকালের গানে রোববার ২৩ আগস্ট গাইবেন অনিন্দিতা সাহা অথি। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। অনিন্দিতা সাহা অথি মূলত আধুনিক গানের শিল্পী। এ ছাড়াও তিনি সব ধরনের গানেই অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান। অনিন্দিতা সাহা অথি বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে।
গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমাকে এমন একটা সুযোগ দেয়ার জন্য বৈশাখী টিভির প্রতিও কৃতজ্ঞতা।
এ ছাড়া বৈশাখী টিভিতে রোববার রাত ১১ টায় প্রচার হবে একক নাটক: আনলাকী থার্টিন। অভিনয়ে- সাজু খাদেম, স্বাগতা, আরফান, নাফা প্রমুখ। রোববার সকাল ১০.২০ মিনিটে প্রচার হবে ‘বাংলার হিরো’। অভিনয়ে- মান্না, নদী, ওমর সানী প্রমুখ। বিকাল ২.৪৫ মিনিটে বাংলা সিনেমা: ‘তুমি বড় ভাগ্যবতী’। অভিনয়ে- ফেরদৌস, শাবনূও, মিশা প্রমুখ।রাত ১২.০০: মিনিটে ‘বিয়ের লগন’। অভিনয়ে- রিয়াজ, জনা, অমিত হাসান, নদী, মিশা প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন