English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

- Advertisements -

নাসিম রুমি: লাগাতার হত্যার হুমকি পেয়ে নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে এবার একটি বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড তারকা সালমান খান।

সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে এই অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

গাড়িটি এখনও ভারতের বাজারে আসেনি। বিলাসবহুল এই গাড়িটি বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সালমানকে।

জানা গেছে, বি৬ ও বি৭ স্তরের সুরক্ষা দিতে সক্ষম গাড়িটির ৪১ মিলি মিটার পুরু কাচ ভেদ করা শক্তিশালী রাইফেলের পক্ষেও সম্ভবপর নয়। সাধারণত ৭৮ মিলি মিটার পুরু কাচের সাহায্যে আরমার-পিয়ার্সিং রাউন্ড থেকে বি৭ নিরাপত্তা দিতে পারে যাত্রীদের।

ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।

সালমানকে ইমেইলে হত্যার হুমকি দেওয়ার পর সম্প্রতি লরেন্স বিষ্ণোইকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

নিজের আগের বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০ গাড়ির বদলে এখন নতুন নিশানটিতে চড়েই ‘কিসি কা ভাই, কিসি কি জান’র প্রচারে বেরুচ্ছেন ‘বলিউড ভাইজান’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন