এ কে আজাদ: নূর মোহাম্মদ মনি। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। সামাজিক ছবির কুশলী নির্মাতা । পরিচালনা করেছেন ব্যবসাসফল ও জনপ্রিয় সব চলচ্চিত্র। সুস্হ-বিনোদনমূলক ও গল্পনির্ভর চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা তিনি। আমাদের মহান মুক্তিযুদ্ধেও ছিলো তাঁর সক্রিয় অংশগ্রহণ।
বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৩ সালের ৪ ডিসেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রয়াত এই গুণি চিত্রপরিচালকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
নূর মোহাম্মদ মনি ১৯৫৩ সালে ২০ অক্টোবর, চট্টগ্রামের মিরেরসরাই থানার মালিআইস গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭২ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হন পরিচালক অশোক ঘোষের সহকারী হিসেবে।
নূর মোহাম্মদ মনি ১৯৮৫ সালে প্রথম এককভাবে পরিচালনা করেন ‘মা বাপ’ চলচ্চিত্রটি। তিনি আরো যেসব চলচ্চিত্র পরিচালনা করেন- রানী চৌধুরানী, লৌহ মানব, মুক্তার মালা, ক্ষমতার লড়াই, প্রেম প্রতিশোধ, প্রতিশ্রুতি, রাজা কেন আসামি, ভয়ংকর নারী, ঘাটের মাঝি, রাজ গোলাম, মালেকা সুন্দরী, রসিয়া সুন্দরী, পদ্মা আমার জীবন’ প্রভৃতি ।
কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত থাকা নূর মোহাম্মদ মনি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সর্বশেষ তিনি পরিচালক সমিতির তথ্যপ্রযুক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনিকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানিয়ে তালতলা কবরস্থানে সমাহিত করা হয়।