‘আশিকি ২’ দিয়ে বলিউডে প্লেব্যাকে অভিষেক হয় পলক মুচ্ছালের। ছবিতে তার গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ছবির সুরকার মিথুন শর্মাকেই শেষ পর্যন্ত বিয়ে করেছেন তিনি। কয়েক বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। রবিবার মুম্বাইতে বিয়ে করেন গায়িকা-সুরকার জুটি।
৪ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল পলক-মিথুনের বিয়ের নানা অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের পর মুম্বাইতে বন্ধুদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন পলক-মিথুন। অনুষ্ঠান হবে ইন্দোরে পলকের বাড়িতেও।
বিয়ের পর ছবি শেয়ার করে ফেসবুকে পলক লিখেছেন, ‘‘আজ থেকে সারা জীবনের জন্য আমরা একে অপরের হয়ে গেলাম, নতুন পথ চলা শুরু’’।