বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত এ জুটি।
তামিলনাড়ুর মহাবলিপুরামের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক গোপনীয়তার মধ্যে দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। এখনো বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।
সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ ছবিতে কাজ করেছেন নয়নতারা। অভিনেত্রীর বিয়েতে হাজির ছিলেন রজনীকান্ত। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে অভিনেত্রীর। বিয়েতে হাজির ছিলেন শাহরুখও। অতিথি হিসেবে আরও ছিলেন ‘জওয়ান’ ছবির পরিচালক এটলি, পরিচালক মনি রত্নম, চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর, অভিনেতা বিজয় সেথুপতিসহ অনেকে।
২০১৫ সালে সালে ‘নানুম রাউডি ধান’ ছবিতে কাজ করতে গিয়ে অভিনেত্রী নয়নতারার প্রেমে পড়েন ভিগনেশ শিবান।