বিয়ের আড়াই মাসের মাথায় সুখবর দিলেন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়া বাবা-মা হচ্ছেন। রাজি অভিনেত্রী নিজেই এ সুসংবাদ জানিয়েছেন।
আজ সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। যাতে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। আলিয়ার পাশে বসে রয়েছেন রণবীরও।
ছবিতে দেওয়া ক্যাপশন পুরো বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। আলিয়া লেখেন, ‘আমাদের সন্তান আসছে। ’
এমন আনন্দের খবরটি দেওয়ার পর মন্তব্যের বন্যা বয়ে গেছে তার পোস্টে। সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউডের বহু তারকা।
গত ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এর আগে করোনার কারণে বহুবার তাদের বিয়ের তারিখ পেছায়। বিয়ের উন্মাদনার রেশ শেষ হওয়ার আগেই নতুন সুখবর নিয়ে হাজির তারা।
রণবীর ও আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে চলতি বছর। কিছুদিন আগেই সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে। এই সিনেমার শুটিংয়েই প্রেম হয় তাদের।