নাসিম রুমি: কান ফেস্টিভালের নিয়মিত মুখ দীপিকা পাডুকোন। এবার বিশ্বকাপ ফুটবলেও ইতিহাস গড়লেন এই বলিউড অভিনেত্রী। কাতারে ফাইনালের আগে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছেন দীপিকা।
ফিফার ইতিহাসে এবারই প্রথম কোন অভিনেত্রী এই মর্যাদা পেলেন। কোনো সাবেক কিংবদন্তি ফুটবলার নন, একজন অভিনেত্রী হিসেবে ট্রফি উন্মোচন করেছেন তিনি। তবে দীপিকা একাই উন্মোচন করেননি ট্রফি।
তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসও। কাতার বিশ্বকাপে ট্রফি উন্মোচনের আগেও কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়ালেন এই অভিনেত্রী।