English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বিশেষ প্রদর্শনীতে দারুণভাবে প্রশংসিত হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম ভেধা’

- Advertisements -

নাসিমরুমি: ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম ভেধা’। সর্বশেষ রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পর হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম ভেধা’ নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে আয়োজন করা হয়েছিলো একটি বিশেষ প্রদর্শনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই প্রদর্শনীতে অংশ নেয়া ভারতের চিত্র সমালোচকরা। সবার কাছ থেকে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে এই সিনেমাটি।

মাইক্র ব্লগিং সাইট টুইটারে সিনেমাটির প্রশংসা করছেন ভারতীয় সিনেমার প্রথমসারির সব সমালোচকরা। দুর্দান্ত অ্যাকশন এবং শক্তিশালী সংলাপে ভরপুর সিনেমা নিয়ে দারুণভাবে আশাবাদী সবাই। ‘বিক্রম ভেধা’কে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা এবং সুনির্মিত অ্যাকশন সিনেমা হিসেবে আখ্যায়িত করছেন সমালোচকরা।

চিত্রনাট্যের পাশাপাশি নির্দেশনার জন্য সিনেমাটির নির্মাতা যুগল পুষ্কর ও গায়ত্রীর ভূয়সী প্রশংসা করছেন সবাই। এছাড়া হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম ভেধা’ সিনেমাটির অ্যাকশন একক স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স দর্শকদের পছন্দ হবে বলেও জানিয়েছেন তারা।

সিনেমাটির প্রশংসার ক্ষেত্রে সবাই এতে হৃতিক রোশনের অভিনয়ের প্রশংসা করছেন। ‘বিক্রম ভেধা’ সিনেমায় হৃতিকের অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবেও উল্লেখ করছেন অনেকে।

সিনেমাটির প্রতিটি দৃশ্যে হৃতিকের পর্দা উপস্থিতি দর্শকদের জন্য আলাদা এক অনুভূতি জন্ম দিবে বলে মনে করছেন সমালোচকরা। এছাড়া পুলিশ চরিত্রে সাইফ আলী খানের অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। দীর্ঘ সময় পর দুর্দান্ত একটি চরিত্রে সাইফ আলী খান ফিরছেন বলে মত দিয়েছেন অনেকেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন