সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। সেই বিয়ের আবহে এখনো সরগরম বিনোদন দুনিয়া।
এবার ভিক্যাটকে নিয়ে পোস্ট করলেন কঙ্গনা রানাউত। সকলের সঙ্গে শেয়ার করলেন তাকে পাঠানো নবদম্পতির বিশেষ উপহার। কী উপহার দিয়েছেন তারা কঙ্গনাকে?
ছিল মিষ্টির বাক্স, ফুল আর নায়িকার নাম লেখা এক নোট। যার মধ্যে কঙ্গনার সবচেয়ে ভালো লেগেছে মিষ্টির বাক্সে থাকা ঘিয়ের লাড্ডু। সেই লাড্ডুর স্বাদ মন জিতেছে তার।