English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশিষ্ট চিত্রপরিচালক রহীম নওয়াজ ইন্তেকাল করেছেন

- Advertisements -

আজাদ আবুল কাশেম: বিশিষ্ট চিত্রপরিচালক রহীম নওয়াজ, আজ ২৪ সেপ্টেম্বর শনিবার ভোররাতে বার্ধক্যজনিত কারনে, কল্যানপুরস্থ নাভানা আবাসিক এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। উনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চিত্রপরিচালক রহীম নওয়াজ এর জন্ম ১৯৩৮ সালের ২২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে।
কোলকাতায় দেবেন্দ্র ম্যানশনে থাকাকালীন সময়ে জহির রায়হানের সহপাঠি ও বন্ধু ছিলেন।

আলোকচিত্রে আগ্রহী থাকা রহীম নওয়াজ এক সময় বন্ধু চলচ্চিত্রকার জহির রায়হানের ‘সংঘম’ (১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত, উর্দু, রঙ্গীন,) চলচ্চিত্রের সাথে যুক্ত হন। পরবর্তিতে জহির রায়হানের সব চলচ্চিত্রের সাথেই জড়িত ছিলেন । জহির রায়হানের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘লিটল সিনে সার্কেল’এর অন্যতম একজন সদস্য ছিলেন তিনি।

জহির রায়হান পরিচালিত ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত, ‘আনোয়ারা’ চলচ্চিত্রের স্থিরচিত্রগ্রহাক ছিলেন রহীম নওয়াজ। তাঁর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘দুইভাই’ (যৌথভাবে পরিচালিত) মুক্তিপায় ১৯৬৮ সালে, এরপর ‘সংসার’ (যৌথভাবে, ১৯৬৮)। এককভাবে উনার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘সুয়োরানী দুয়োরানী’ (১৯৬৮), ‘মনের মত বউ’ (১৯৬৯), ‘যোগ বিয়োগ’ (১৯৭০), ‘আপনজন’ (১৯৭৫), ‘রাতের কলি’ (১৯৭৭), ‘অসাধারন’(১৯৮৫) ইত্যাদি উল্লেখযোগ্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন