English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিয়ে নিয়ে শেহনাজকে যে পরামর্শ দিলেন সালমান খান

- Advertisements -

নাসিম রুমি : বর্তমানে বলিউডের আলোচনায় আসা অন্যতম তারকা হচ্ছেন শেহনাজ গিল। বিনোদন জগতের আত্মপ্রকাশ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হাত ধরে। বিগ বসের ১৩তম সিজনে অংশগ্রহণ করে প্রথম নজরে আসেন পাঞ্জাবি এই অভিনেত্রী ও মডেল।

এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন গিল। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শেহনাজের। কর্মজীবনের তো গুটি গুটি পায়ে এগোচ্ছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো তিমিরে দাঁড়িয়ে শেহনাজ? সিদ্ধার্থের পর অন্য কাউকে কি মন দিতে পেরেছেন অভিনেত্রী? অনুরাগীদের মনে এখন ঘুরঘুর করছে এই প্রশ্নই।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিলেন খোদ সালমান খান।

‘বিগ বস’-এর ঘরে আলাপের পর থেকেই নেটদুনিয়ার অন্যতম প্রিয় জুটি সিদ্ধার্থ ও শেহনাজ। ভালোবেসে অনুরাগীরা তাদের নাম দিয়েছিলেন ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর এত দিন পরেও ইন্টারনেটে ওই হ্যাশট্যাগের ছড়াছড়ি। অনুরাগীদের ‘বাড়াবাড়ি’ দেখে প্রায় ধমকই দিলেন সালমান। এক অনুষ্ঠানে তিনি বলেন, সিদ্ধার্থের মৃত্যুর অনেক দিন হয়ে গেছে। কিন্তু লোকজন এখনো ‘সিডনাজ’ থেকে বের হতে পারেননি। সিদ্ধার্থ নিজে যেখানেই থাকুন, উনিও চাইতেন যে, শেহনাজের জীবনে কেউ আসুক, তার বিয়ে হোক, সংসার হোক।

‘সিডনাজ’-এর অনুরাগীদের কাছে সালমানের প্রশ্ন, আপনারা কি চান শেহনাজ কোনো দিন বিয়ে না করুক? আপনাদের মধ্যে থেকে ও কাউকে বেছে নিলে তিনি খুশিই হবেন। অনুরাগীদের ধমকের পর শেহনাজকে ভাইজানের পরামর্শ, এসব আজেবাজে কথা একদম শুনবে না। অনেক হয়েছে, এবার নিজের জীবনে এগিয়ে চলো।

এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও শেহনাজকে ‘মুভ অন’ করার পরামর্শ দিয়েছিলেন সালমান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী রাঘব জুয়ালও। খবর, সিদ্ধার্থের পর নাকি তাকেই মন দিয়েছেন শেহনাজ গিল। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেউই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন