বিয়ে করলে নাকি কেবল দেবকেই করবে। এমনই এক অনুভুতি প্রকাশ করেছে অভিনেত্রী আমেয়া।
সাবেক ক্রিকেটার রণদেব বসুর মেয়ে আমেয়া বসু। সে এখন টালিউডের ক্ষুদে অভিনেত্রী। এ ছোট্ট মেয়ের চোখে দেব হলো ‘সেরা পুরুষ’। চিত্রনায়ক দেবের সঙ্গে মাত্র একটি ছবিতে কাজ করেই দেবের প্রতি তার অনুভূতির কথা প্রকাশ করেছে মেয়েটি।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবির ট্রেলারে ‘অপহরণকারী’ দেবের কোলে যে একরত্তি মেয়েটিকে সবাই দেখছেন।
ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আগে থেকেই নাকি দেবের প্রতি ভালো লাগা ছিল আমেয়ার। ছবিতে অভিনয়ের পর দেবের প্রতি আকর্ষন আরও বেড়ে গিয়েছে এ বালিকার।
জানা গেছে, শুটিংয়ের বাইরেও আমেয়াকে নাকি সারাক্ষণ কোলে করে ঘুরতেন তিনি। শুধু তার জন্য প্রতিদিন আনতেন নানা স্বাদের চকোলেট।
তবে এ বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ আমেয়ার মা রম্যাণি ঘোষ। তিনি ছবির কার্যনির্বাহী প্রযোজক।
শোনা যায়, শিশু অভিনেত্রী চেয়ে দেব-সৃজিত এবং প্রযোজনা সংস্থা একের পর এক বালিকার লুক টেস্ট নিচ্ছিলেন। একদিন তারা জানতে পারেন রণদেব-রম্যাণির মেয়ে আছে। এ কথা জানার পর তার মায়ের কাছে মেয়েকে চান দেব। শুরুতে নাকি আমেয়ার মা-বাবা রাজি ছিল না। দেব-সৃজিতের পীড়াপীড়িতে মেয়ের লুক টেস্ট হয়।
তবে, লুক টেস্টের ছবি দেখার পর আর ‘না’ বলতে পারেননি তারা। চূড়ান্ত হওয়ার পর আমেয়া দিন দুই সুদীপ্তা চক্রবর্তীর থেকে প্রশিক্ষণ নিয়েছিল। বাকিটা সৃজিত-দেব সামলে নিয়েছেন বলে জানা যায়।