নাসিম রুমি: জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর আগে কিছুটা আভাস মিলেছিল, যখন দীপাবলিতে তিনি বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। তখন ঘরোয়া অনুষ্ঠানে তাদের একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেছিলেন।
তারপর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুমিতকে পরিচয় করিয়ে দেন। নতুন বছরের প্রথম দিনটি তিনি তার প্রেমিকের সঙ্গে কাটান। এখন, সেই প্রেমিকের সঙ্গেই বিয়ে করার পরিকল্পনা করছেন ঋতাভরী।
সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ‘ডেস্টিনেশন ওয়েডিং’ আয়োজন করবেন ঋতাভরী।
বিয়ের অনুষ্ঠানটি বাঙালি ও পাঞ্জাবি রীতিতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে। তবে, প্রীতিভোজের আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে জানা গেছে।
সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’ এবং ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়া সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ এবং মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তার লেখা।
২০২৩ সালে অভিনেত্রী প্রায় সব ছবিতে সুমিতের কাজের প্রশংসা করেছেন এবং মাঝে মাঝে তাকে ‘বেবি’ বা ‘তুমি আমার হিরো’ বলে সম্বোধন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অপরের সঙ্গে আদুরে ছবি শেয়ার করে থাকেন, যা তাদের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করে।