ভারতের পর্যটন নগরী গোয়ার বিমানবন্দরে অভিনেত্রী আয়েশা টাকিয়া ও তার পরিবারকে হেনস্তা করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন এই অভিনেত্রীর স্বামী ফারহান আজমি।
সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান। তিনি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে আয়েশার সঙ্গে তার বিয়ে হয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফারহান। তিনি জানান, আয়েশা ও তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা হয়েছে। পাশাপাশি যৌন হেনস্তা এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ করেছেন তিনি। আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর নাম উল্লেখ করে অভিযোগ জানিয়েছেন ফারহান।
‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সিনেমাখ্যাত অভিনেত্রী আয়েশা টাকিয়া। সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহিদ কাপুরের সঙ্গে ‘দিল মাঙ্গে মোর’, ‘পাঠশালা’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা গেছে।