English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিমানবন্দরে আটক হয়েছিলেন শাহরুখ খান!

- Advertisements -

বিমানবন্দরে আটক হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান! শনিবার (১২ নভেম্বর) মুম্বাই বিমানবন্দরে শুল্ক দপ্তরের জেরার মুখে পড়েন সুপারস্টার।  শারজা সফর শেষে দেশে ফিরছিলেন তিনি।

জানা গেছে, কিং খানের কাছে বহুমূল্যের বেশ কিছু জিনিস ছিল। সে কারণেই মুম্বাই বিমানবন্দরে তাঁকে আটকায় শুল্ক দপ্তর।১৮ লাখ টাকার ঘড়ির বক্স ছিল তাঁর কাছে। সে কারণেই তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছয় লাখ ৮৩ হাজার টাকা ‘কর’ দেওয়ার পরেই ছাড়া হয় তাঁকে। প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শাহরুখকে।

ব্যাবসায়িক কাজে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন কিং খান। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন সুপারস্টার। শুক্রবার (১১ নভেম্বর) শারজায় তাঁকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ’ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাতে এক্সপো সেন্টারে শারজা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার (এসআইবিএফ) ২০২২-এর ৪১তম সংস্করণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। নিজের সফর শেষ করে শনিবার দেশে ফেরেন তিনি। আর ফিরতি পথেই বিমানবন্দরে আটকা পড়লেন। অবশ্য শুল্ক কর্মকর্তাদের তদন্তে সাহায্য করেছেন বলিউড বাদশাহ, এমনটাই জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন