অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান স্বর্ণা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসছে এফ এ সুমন ইমন খান, কাজী শুভ, কামরুজ্জামান রাব্বি, সুরভি সুর, হাফিজ বাউলা, সাবরিনা সাবা, অনিক সাহান, এস কে সানু সহ বিভিন্ন শিল্পীর মোট ২০টি গানের প্রজেক্ট। ভিন্ন ভিন্ন শিরোনামের এই গান গুলর অডিও কমপ্লিট।
জানা যায় এই ২০টি গানের মিউজিক ভিডিও করতে একসঙ্গে মাঠে নামবেন এই প্রযোজনা প্রতিষ্ঠান। তাই সকল শ্রোতা, বন্ধু- সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন স্বর্ণা টিভির কর্ণধার সাকিল আহম্মেদ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন