English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বিপাকে শাহরিয়ার নাজিম জয়, হারাচ্ছেন কাজ

- Advertisements -

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা হন না।

এই তো সেদিন তিনি ‘খালেদা জিয়া হত্যাচেষ্টা’ মামলা থেকে অব্যাহতি পেতে প্রকাশ্যে ফেসবুকে ক্ষমা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয়কদের কাছে। কেন এবং কার পরামর্শে তিনি ক্ষমা চাইলেন, সেটিও জানালেন। এভাবে রাজনৈতিক অস্থিরতা পার করলেও মিডিয়ার বৈতরণী পার করতে বেশ বেগ পেতে হচ্ছে এই অভিনেতাকে।

তার অভিযোগ গুরুতর। নতুন কাজ পাচ্ছেন না। চূড়ান্ত হওয়া শুটিং থেকেও বাদ পড়ছেন। এমনকি, মুক্তিপ্রাপ্ত কাজের পোস্টার ও প্রচারণায়ও রাখা হচ্ছে না তাকে!

জয়ের অভিযোগের বিস্ফোরণ ঘটে ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব সিনেমা মুক্তির রেশ ধরে। ১০ অক্টোবর ওয়েবটি মুক্তি পেয়েছে। তিন দম্পতিকে নিয়ে তৈরি এই সিনেমার অন্যতম জুটি জয় ও শখ। জয়ের অভিযোগ, ‘এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি।

আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। কিন্তু সিনেমাটির কোনও প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।’

জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। এবং পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী।’

সম্প্রতি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়লেন তিনি। এ প্রসঙ্গ টেনে জয় বলেন, ‘একদিন রাফি ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নিব- বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’

বলা দরকার, এর আগে রায়হান রাফির ওয়েব সিনেমা ‘৭ নম্বর ফ্লোর’ করে দারুণ প্রশংসা কামিয়েছেন জয়।

এদিকে, অভিনয় নিয়ে আক্ষেপ থাকলেও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা চলছে এখনও নিয়মিত। যদিও তার উপস্থাপনার ঢং আর প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন