মদ খেয়ে রান্নার প্যানের হ্যান্ডেল ছুড়ে মারেন স্ত্রীকে। শুধু তা-ই নয়, ক্রিকেট খেলার ব্যাট দিয়েও মারতে উদ্যত হন মাঝে মাঝে— এমন অভিযোগ উঠেছে সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে।
বান্দ্রা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের দ্বারস্থ হন বিনোদের স্ত্রী আন্দ্রেয়া। নিজের জবানবন্দিতে তিনি দাবি করেছেন, বান্দ্রা রিক্লেমেশনে জেডব্লুউএল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিনোদ। এর মধ্যেই মদ্যপ অবস্থায়ই স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন সাবেক এই ক্রিকেটার। দুই সন্তানের সামনেই মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন আন্দ্রেয়া।
অভিযোগপত্রে বিনোদের স্ত্রী দাবি করেছেন, তাকে লক্ষ্য করে একটি কুকিং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে মেরে স্ত্রীর মাথায় আঘাত করেন বিনোদ। সেখানেই থামেননি তিনি। ব্যাট দিয়েও স্ত্রীকে মারতে উদ্যত হয়েছেন। বান্দ্রা পুলিশ বলছে, ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আন্দ্রেয়া।
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান আন্দ্রেলা। সেখান থেকে যান থানায়। সেখানে নিজের বয়ান রেকর্ড করেন। নিজের মেডিক্যাল রিপোর্টের একটি কপিও জমা দেন বিনোদের স্ত্রী।