English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিনামূল্যে ‘অক্সিজেন ব্যাংক’ চালু করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু

- Advertisements -

করোনায় ভয়াবহতা দিনকে দিন বাড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক দেশে শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেকেই আইসিইউ-সিসিইউতে সুচিকিৎসা পাচ্ছেন না। তবে বেশীরভাগ রোগীর জন্য দেখা দিচ্ছে অক্সিজেনের হাহাকার। তাই করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করতে ‘অক্সিজেন ব্যাংক’ চালু করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ১৯ আগস্ট থেকে ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ নামে এটি চালু হবে। নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করছি। এর সঙ্গে সমিতির সম্পৃক্ততা নেই। তবে আমার অনেক বন্ধু ও সহকর্মী ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ তৈরিতে সহায়তা করেছেন।

১৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’-এর উদ্ভোধন হবে। সেখানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন বলে সময় দিয়েছেন বলে জানিয়েছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের প্রয়োজন পড়ে তবে ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ থেকে বিনামূল্যে অক্সিজেন পাবেন এবং পৌঁছে দেয়া হবে দেশের যে কোনো প্রান্তে। শুরুতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু করা হচ্ছে এই অক্সিজেন ব্যাংক।

প্রযোজক নেতা খসরু পরিষ্কারভাবে জানান, এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তি উদ্যোগ। শুরুতে ৫০ টি সিলিন্ডার দিয়ে শুরু করলেও পরবর্তীতে সরবরাহ আরও বাড়ানো হবে।

তিনি বলেন, প্রথমে চলচ্চিত্র সংশ্লিষ্টরা অক্সিজেন সুবিধা পাবেন। চলচ্চিত্রের মানুষদের প্রয়োজন মিটিয়ে যদি অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত থাকে তবে পরবর্তীতে সাধারণ মানুষের কথা বিবেচনায় রাখা হবে।

এখনও পর্যন্ত ২৩টির মতো সিনেমা প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সর্বশেষ প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। সেপ্টেম্বর মাসে নামী এ প্রযোজক সরকারী অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন। যেটি পরিচালনা করবেন হৃদয়ের কথা, আরও ভালোবাসবো তোমায় খ্যাত পরিচালক এস এ হক অলিক।

খসরু জানান, শুটিং হবে সুনামগঞ্জ ও জামালপুরে। ইতোমধ্যে ‘গলুই’-এর জন্য শাহ আলম সরকারের লেখা ও ইমন সাহার সুরে কুমার বিশ্বজিত নৌকা বাইচের একটি গানে কণ্ঠ দিয়েছেন। দুর্দান্ত হয়েছে গানটি। আরেকটি গান করছেন হাবিব।

শোনা যাচ্ছে, ‘গলুই’ সিনেমার নায়ক হবেন ঢাকাই সিনেমার ‘মহাতারকা’ শাকিব খান। প্রযোজক খসরু বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। বর্তমানে প্রিপ্রডাকশনে কাজ চলছে। তিনি বলেন, আমার সব সিনেমা পুরোপুরি বাণিজ্যিক ধারার। ভিন্ন ধারার গল্প নিয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছি, তার মানে ‘গলুই’ কিন্তু আর্টফিল্ম নয়- গ্রামীণ পটভূমির গল্প। অনুদানের সিনেমা হলেও কোথাও ছাড় দেব না। সরকার যে আস্থা রেখেছেন, সেই আস্থার মূল্য দিতে চাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন