এরপর সুশান্তের উদ্দেশে দিশা লেখেন, “আমরা একে অপরকে ‘বিদায়’ জানাতে পারিনি, তবে আমি আশা করি তুমি সুখে এবং শান্তিতেই আছ।”
দিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার একটি স্টিল ফটোও শেয়ার করেছেন। এতে তিনি এবং সুশান্ত একে অপরের চোখের দিকে তাকিয়ে আছেন এবং হাসছেন।
নীরজ পাণ্ডে পরিচালিত ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর ভিত্তি করে তৈরি।
সুশান্ত এতে ধোনির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি তার ক্যারিয়ারের সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়। সুশান্তের অভিনয় দেখে তার তুমুল প্রশংসাও করেছিলেন ধোনি। দর্শক ও সমালোচক উভয় ক্ষেত্রে সিনেমাটি তুমুল প্রশংসা কুড়ায়। সেই বছর সেরার একাধিক পুরস্কারও ঘরে তোলে এটি।
‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে সুশান্ত সিং রাজপুত ছাড়া আরো অভিনয় করেছেন দিশা পাটানি, কিয়ারা আদভানি, অনুপম খের, ভূমিকা চাওলা।