English

22 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

বিতর্কের ঝড় রণবীরকে ঘিরে, সেলিব্রিটিদের তীব্র প্রতিক্রিয়া

- Advertisements -

‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ ভারতের কনটেন্ট ক্রিয়েটর ও পডকাস্ট হোস্ট রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না শোরগোল। ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের অবমাননার অভিযোগে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবার নেটিজেনদের পাশাপাশি বলিউড তারকারাও রণবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

এ আর রহমানের প্রতিক্রিয়া
সাধারণত বিতর্ক থেকে দূরে থাকেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তবে এই ইস্যুতে নাম না নিয়েই কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, “আমার মনে হয়, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মুখ খুললে কী হতে পারে! সেই সঙ্গে বেশি কথা বললে যে কী হয়, তা তো বোঝা গেছে।”

রাজপাল যাদবের ক্ষোভ
জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবও রণবীরের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, “এমন ভিডিও দেখা সত্যিই লজ্জাজনক। আমাদের দেশ সংস্কৃতির দেশ। এ ধরনের কনটেন্ট দেখে লজ্জা লাগে।” তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে সহজ জনপ্রিয়তা পাওয়ার প্রবণতা বেড়ে গেছে, যা শিল্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। লোক হাসানোর জন্য এসব কথা বলার প্রয়োজন পড়ে না। অনেক ভালো কথা বলেও মানুষকে হাসানো সম্ভব। এখনকার প্রজন্ম কমেডির আসল মানেটাই ভুলে গেছে।”

বিরাট কোহলির বড় সিদ্ধান্ত
রণবীরকে নিয়ে বিতর্কের আঁচ পৌঁছেছে ক্রীড়া জগতেও। জনপ্রিয় রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনেক ক্রিকেট তারকাই রণবীরের পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছেন। তবে রণবীরের ইচ্ছা ছিল একদিন বিরাট কোহলিকে তার অনুষ্ঠানে আনার। কিন্তু বিতর্কের পরিপ্রেক্ষিতে বিরাট কোহলি সরাসরি তাকে ‘আনফলো’ করেছেন।

২০ লাখ অনুসারী হারিয়ে ক্ষমাপ্রার্থনা
বিতর্কিত মন্তব্যের কারণে রণবীরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি ইতোমধ্যে প্রায় ২০ লাখ অনুসারী হারিয়েছেন। তবে বিতর্ক প্রশমিত করতে সকলের কাছে ক্ষমা চেয়েছেন এই ইউটিউবার। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের কারণে রণবীরের ক্যারিয়ারে বড় ধাক্কা আসতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন