ভারতের তামিলনাড়ুতে তেলেগু ভাষাভাষীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী কস্তুরি শঙ্কর। এ ঘটনায় দায়েরকৃত এক মামলায় শনিবার হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে, অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তখন মাদরাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি।
কিন্তু সেই আগাম জামিন আবেদন খারিজ হয়ে যায়। আর বিতর্কিত মন্তব্যের পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পরই পলাতক হয়ে যান তিনি। গত ৬ নভেম্বর এ অভিনেত্রী তার মন্তব্যের জন্য ক্ষমাও চান এবং তার মন্তব্য যা বলেছেন তা প্রত্যাহার করে নেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কোনো সম্প্রদায়কে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য দুঃখিত আমি।
সবার সঙ্গে বন্ধুত্বের স্বার্থে গত ৩ নভেম্বর দেয়া আমার বক্তব্যে তেলেগু সম্প্রদায় নিয়ে বলা কথাগুলো প্রত্যাহার করছি। আমি আবারও বলছি, আমার মন্তব্যগুলো কিছু নির্দিষ্ট মানুষদের জন্য ছিল। বৃহত্তর তেলেগু সম্প্রদায়ের জন্য নয়। তবে আমি আমার বক্তব্যে অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কথাও বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেসব রেখে এই কথা নিয়ে শুরু হলো সমালোচনা।
এদিকে কস্তুরি শঙ্করের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সেসময় আদালত পর্যবেক্ষণ থেকে বলা হয়, পাবলিক ফিগারদের প্রকাশ্যে কোনো ব্যাপারে মন্তব্য করার আগে অন্তত দু’বার ভাবা উচিত। নিজের মন্তব্যের জন্য যে ক্ষমা চেয়েছিলেন তিনি, সেটিও আন্তরিক নয় বলে জানিয়েছিলেন আদালত। এ পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিনেত্রীর বাড়িতে গেলে তাকে পায়নি। তার ফোনও বন্ধ ছিল। পরে শনিবার গ্রেপ্তার করা হয় তাকে।