English

27 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী

- Advertisements -

ট্রান্সজেন্ডার অভিনেত্রী কারলা সোফিয়া গাসকন। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন এই অস্কার জয়ী ট্রান্সজেন্ডার অভিনেত্রী। কিন্তু অস্কারে ইতিহাস তৈরি করার আনন্দ উদযাপন থেকে বিরত রয়েছেন তিনি। এ বিরতিতেই অতীতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেছেন, ‘আমার অতীতের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কারণে যে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যেগুলো কিছু মানুষের মনে কষ্ট দিয়েছে, তা আমি স্বীকার করছি। প্রান্তিক জনগণের একজন সদস্য হিসেবে আমি এই কষ্ট খুব ভালভাবে অনুভব করি এবং আমি গভীরভাবে দুঃখিত তাদের জন্য, যাদেরকে আমি কষ্ট দিয়েছি। আমি সারাজীবন একটা ভাল পৃথিবী তৈরির জন্য সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, আলো সবসময় অন্ধকারের ওপর বিজয়ী হবে।’

প্রসঙ্গত, অস্কারের অভিনয় বিভাগে মনোনীত হওয়া প্রথম খোলামেলা ট্রান্সজেন্ডার এই অভিনেত্রী তার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মুসলিমদের পোশাক, জর্জ ফ্লয়েডের মৃত্যু, এমনকি অস্কার নিয়েও সমালোচনা করেছিলেন।

 

আলোচিত পোস্টগুলোর মধ্যে এক পোস্টে তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, খুব কম মানুষই কখনো জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তা করেছে। সে একজন মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে যে, কিছু মানুষ এখনো কৃষ্ণাঙ্গদের অধিকারহীন মনে করে এবং পুলিশকে খুনি বলে মনে করে।’

এছাড়া ২০২১ সালে করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত অস্কার নিয়ে সোফিয়া লিখেছিলেন, ‘অস্কারের আয়োজনগুলো স্বাধীন এবং প্রতিবাদী চলচ্চিত্রের মঞ্চ হয়ে যাচ্ছে। আমি জানি না আমি আফ্রো-কোরিয়ান উৎসব নাকি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন নাকি ৮ মার্চের দিবস পালন দেখছিলাম।’

অন্যদিকে তিনি ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও বেশকিছু মন্তব্য করে সমালোচিত হন। যেমন ২০১৬ সালে একটি পোস্টে লিখেছিলেন, ‘ইসলাম মানবতার জন্য একটি সংক্রামক রোগের কেন্দ্র হয়ে উঠছে, যার তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার।’

উল্লেখ্য, ট্রান্সজেন্ডার অভিনেত্রী সোফিয়া গাসকন তার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। যিনি লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারির জন্য সংগ্রাম করেন। আর এ সিনেমায় অভিনয়ে মাধ্যমে তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন