English

32 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

বিটিভিতে বর্ণিল আয়োজনে আনন্দমেলা

- Advertisements -

নাসিম রুমি: প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গতবারের মতো এবারও আনন্দমেলায় গান শোনাবেন রুনা লায়লা। গত বছর তার সঙ্গে গেয়েছিলেন আরও চার সংগীতশিল্পী।

তবে এ বছর তিনি একাই গেয়েছেন। তার কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। এ ছাড়া কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।

আনন্দমেলা দিয়ে ১২ বছর পর বিটিভির কোনো অনুষ্ঠানে দেখা যাবে তিশাকে। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ সিনেমার ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি। তিশা বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, শিডিউল মেলাতে পারিনি বলে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা হলো। দীর্ঘ প্রায় ১২ বছর পর আনন্দমেলার মধ্য দিয়ে বিটিভির কোনো অনুষ্ঠানে পারফর্ম করা হলো।

এই বিটিভি থেকেই আমার ক্যারিয়ার শুরু, এখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা।’ এবার আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা। সাত বছর আগে আব্দুন নূর সজলের সঙ্গে আনন্দমেলার মঞ্চে দেখা গিয়েছিল তাকে। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন