জনপ্রিয় ব্যান্ড বিটিএসের গায়ক ভিকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে কোরিয়ান পুলিশ। বর্তমানে পুলিশের হেফাজতে আছেন ২০ বছর বয়সী ওই তরুণী, যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম কোরিয়া জুংঅ্যাং ডেইলি জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন এক তরুণী। পরে লিফটে ভিকে অনুসরণ করেন এবং জোর করে তার বাসায় ঢোকার চেষ্টা করেন। এক পর্যায় সেখান থেকে সেই তরুণী পালিয়ে যান।
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য, ভি-কে বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য তিনি কথা বলার চেষ্টা করেছিলেন।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।