English

28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিজেপি ছাড়ার কারণ জানালেন পায়েল

- Advertisements -

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে খুব বেশিদিন কাজ করেননি এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ রাজনীতি থেকে সরে আসেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়,  সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে পা রাখা এবং সেখান থেকে সরে আসার নানা বিষয়ে কথা বলেন পায়েল। রাজনীতিতে আসার পর তিনি যেভাবে নিয়মিত কাজ করেছেন, রাজনীতিতে আসার আগে এত কাজ করেননি বলে জানান ‘প্রেম আমার’ খ্যাত এই অভিনেত্রী।

তিনি বলেন, আমি আগে এত কাজ করিনি, যতটা রাজনীতিতে আসার পর করেছি। অনেকেই মনে করেন, হয়ত রাজনীতি আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছে। কিন্তু না রাজনীতির জন্য কোনো প্রভাবই পড়েনি আমার অভিনয় জীবনে। তাই কে বা কারা এগুলো বলছেন, আর কেন-ই বা বলছেন সেটা সত্যিই আমার জানা নেই।

হঠাৎ রাজনীতি থেকে কেন সরে আসলেন? জানতে চাইলে জবাবে পায়েল বলেন, আমি রাজনীতিতে আসার পর কাজ করেছি মাত্র তিন-চার মাস। ওই সময়ের মধ্যে রাজনীতিতে থেকে এতটুকু খুব পরিষ্কার বুঝতে পেরেছি, যে অভিনয়টাই আমার ফার্স্ট প্রায়োরিটি এবং প্যাশন।

অভিনেত্রী আরও বলেন, রাজনীতিতে অনেক বেশি সময় দিতে হয়। এই জায়গায় দিনের ২৪ ঘণ্টার চেয়েও বেশি সময় আপনার থেকে দাবি করে। কিন্তু সেই সময়টা সত্যিই আমার নেই। তাই বর্তমানে রাজনীতি করতে চাই না আমি। ভবিষ্যতে কী হবে, সেটা তখন দেখা যাবে।

তবে জীবনে কোনও সিদ্ধান্তই ভুল হতে পারে না বিশ্বাস করেন পায়েল। প্রতিটা পদক্ষেপ মানুষকে কিছু দেয় এবং কিছু না কিছু শেখায়। সে রকমই রাজনীতির ওই স্বল্প সময়টাও আমাকে অনেক কিছু শিখিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন