নাসিম রুমি: প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার শেষ নেই। এবার দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়কে দেখতে গিয়ে তাকে বহনকারী গাড়িটি ভেঙে দিলেন ভক্তরা। এ মুহূর্তের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
দীর্ঘ ১৪ বছর পর গতকাল কেরালায় গিয়েছেন থালাপাতি বিজয়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর হাজার হাজার ভক্তের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন তিনি। এয়ারপোর্ট থেকে বিজয়কে একটি বিলাসবহুল গাড়ি করে নিয়ে যাওয়া হয় হোটেলে। কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তাকর্মীরা ভক্তদের সামলাতে হিমশিম খান। এতে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটির বিভিন্ন অংশ; ভেঙে গেছে কয়েকটি গ্লাস।
বিজয়ের পরবর্তী সিনেমা ‘গোট’ বা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি পরিচালনা করছেন ভেঙ্কট প্রভু। এ সিনেমার শুটিংয়ের জন্য কেরালাতে গিয়েছেন বিজয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এটি।
থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।