নাসিম রুমি: বলিউড অভিনেতা গোবিন্দ-সুনীতা দাম্পত্যে কলহ পরিণতির পথে হাঁটছে। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। এমন দুঃসময়ের মাঝে বড় এক দুঃখের খবর শুনেছেন গোবিন্দ। তার দীর্ঘদিনের বন্ধু ও ম্যানেজার শশী প্রভু মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শশী। জানা গেছে, ক্যারিয়ারের শুরু থেকেই গোবিন্দর ছায়াসঙ্গী ছিলেন শশী। তার মৃত্যুতে আরও ভেঙে পড়েছেন গোবিন্দ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, শশী প্রভুর শেষকৃত্যে যোগ দিয়েছেন গোবিন্দ। বন্ধুকে শেষ বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসিয়েছেন বুক। গোবিন্দাকে সামলাচ্ছেন ম্যানেজারের পরিবারের লোকজন। তবে সেখানে সুনীতা বা তার পরিবারের কাউকে নজরে আসেনি।
সুনীতা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আর গোবিন্দ এখন একসঙ্গে থাকেন না। সন্তানকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকেন, আর অপরদিকে একটি বাংলোয় একা থাকেন গোবিন্দ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের নাকি ডিভোর্স হতে চলেছে। এর পিছনে রয়েছে গোবিন্দের বিবাহ-বহির্ভূত সম্পর্ক।
বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দ ও সুনীতার সংসার ভাঙার পেছনে রয়েছেন এক মারাঠি অভিনেত্রী। যদিও গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।