English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিচ্ছেদ ইস্যুর মধ্যেই নতুন খবর দিলেন তানিয়া

- Advertisements -

গেল ক’দিন ধরেই গায়ক এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা হচ্ছে। বিচ্ছেদ নিয়ে এই দুই তারকার পৃথক বক্তব্য খবরের শিরোনামও হচ্ছে প্রতিনিয়ত। তবে এসব খবরের বাইরে ভক্তদের সুখবর দিলেন তানিয়া আহমেদ।

নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘তাপ’। এটি নির্মাণ করবেন সুমন ধর। যার শুটিং শুরু হবে চলতি বছর শেষ দিকে চট্টগ্রামে।

তানিয়া আহমেদ বলেন, ‘আমি এখন যুক্তরাষ্ট্রে। তবে নতুন ছবি নিয়ে পরিচালকের সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে। দেশে থাকলে কবেই সাইন করে ফেলতাম। কারণ ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। এটা প্যারালাল দুই নারীর গল্প। যা আমার কাছে অসাধারণ লেগেছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই বয়সে এসে আমি তো আর হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব। এই ছবিতে আমার চরিত্রটি ঠিক তেমনই। সেকারণেই এতে অভিনয় করতে রাজি হয়েছি।’

‘তাপ’ সিনেমার প্রসঙ্গে নির্মাতা সুমন ধর জানান, এই সিনেমার দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

এদিকে, সম্প্রতি ‘এক্সকিউজ মি’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন তানিয়া আহমেদ। সেখানেও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রীর ভাষ্য, ‘এই ছবিতে আমি যৌনপল্লির মাসি। এ ধরনের চরিত্র আমি কখনোই করিনি। এ ধরনের চরিত্র করতে পারাটা একধরনের চ্যালেঞ্জ। কাজটি এমন ভাবে করেছি, সবাই এর প্রশংসা করছে। এখন মুক্তির পর দর্শকরা চরিত্রটি কীভাবে গ্রহণ করে, তা দেখার পালা।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন