English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বিচ্ছেদের ১৭ বছর পর ফের একসঙ্গে কারিনা-শহিদ

- Advertisements -

নাসিম রুমি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বলিউড তারকাদের উপস্থিতি বরাবরের মতোই নজর কেড়েছে। তবে এবারের অনুষ্ঠানে ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ ছিল কারিনা কাপুর খান এবং শহিদ কাপুরের উপস্থিতি। বহু বছর পর একই অনুষ্ঠানে তাদের পাশাপাশি মেলায় ‘জাব উই মেট’ ছবির দৃশ্যের দেখা মেলে।

অনুষ্ঠানে কারিনাকে দেখা যায় স্বামী সাইফ আলি খানের সঙ্গে বসে ছেলেদের, তৈমুর এবং জেহর, পারফরম্যান্স উপভোগ করতে। অন্যদিকে শহিদ কাপুর তার মেয়ে মিশার জন্য উপস্থিত ছিলেন। কারিনা একটি রাস্ট-অরেঞ্জ এবং কালো পোশাক পরেছিলেন, আর শহিদ ছিলেন সাদা টি-শার্ট এবং নীল ডেনিম শার্টে। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের একসঙ্গে দেখে ভক্তরা নস্টালজিক হয়ে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা কারিনা এবং শহিদ একই সারিতে বসে আছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মন্তব্য করেন, ‘জাব দে মেট এগেইন’ এবং ‘গীত এন্ড আদিত্য, বহু বছর পর!’ এই তারকাময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানে প্রত্যেক তারকাই তাদের সন্তানদের পারফরম্যান্স দেখে আনন্দ উপভোগ করেন।

বিচ্ছেদের আগে জুটি হিসাবে শাহিদ ও কারিনার শেষ ছবি ‘জাব উই মেট’, যেটি ২০০৭ সালে মুক্তি পায়। পর্দায় শাহিদ ও করিনার রসায়নেও মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কিন্তু পর্দার পিছনের চিত্রটা ছিল একদম ভিন্ন কারণ সেই সময়েই সম্পর্কে ভাঙন ধরছিল তাদের। কিন্তু তার চিহ্ন মাত্র প্রকাশ পায়নি শাহিদ-কারিনার অভিনয়ে। নিজেদের সমস্যা কখনও ছবির সেটেও নিয়ে আসেননি তারা। এরপরে আর কখনও একসঙ্গে কাজ করেননি তারা।

তবে প্রেম ভাঙলেও সেই ছবি ছিল ব্লকবাস্টার। বহুবছর পর একসাথে লেন্সবন্দি হওয়া ছবিগুলো নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্ত ও অনুরাগীরা নস্টালজিক হয়ে পড়েন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন