নাসিম রুমি: বিচ্ছেদের এক বছর পার হয়ে গেলেও বলিউডে এখনো চর্চায় মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক। এই এক বছরে কেউ কারো মুখ দেখাদেখি করেননি। তবে বলিউডে এক সময় ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন।
যদিও প্রথম দিকে সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তারা। পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। আবার বয়সের ব্যবধানের জন্য তাদের দিকে কটাক্ষও ধেঁয়ে এসেছিল। তবে সেসবে পাত্তা দেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে টানা পাঁচ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায় ২০২৪ সালে। মন ভাঙে তাদের অনুরাগীদেরও।
এসব নিয়ে সেভাবে মুখ খোলেননি মালাইকা; তবে এক অনুষ্ঠানে গিয়ে জোরগলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তার সঙ্গে।
‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্জুন কাপুর। সিনেমাটিতে অর্জুনের বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। এ সিনেমার প্রচারেই ভূমিকে নিয়ে অর্জুন পৌঁছে যান নাচের এক রিয়েলিটি শোতে। সেই অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। যেখানে ফের একবার মুখোমুখি হন এই সাবেক জুটি।
অনুষ্ঠানের একটি ঝলক এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মালাইকাকে তার অতি পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছাইয়াঁ ছাইয়াঁর’ সঙ্গে নাচার জন্য মঞ্চে ডেকে আনা হয়।
মঞ্চে নৃত্যরত মালাইকাকে দেখে করতালিতে ভরিয়ে দেন অর্জুন। মালাইকার নাচ দেখে প্রতিক্রিয়াও দেন অভিনেতা।
তিনি বলেন, আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গেছে। তাই এখনো আমি চুপই থাকতে চাই।
তারপরেই মালাইকাকে প্রশংসা করে অর্জুন বলেন, কিন্তু একটা কথা বলতে চাই, আমি আমার প্রিয় গানগুলো আরেকবার শুনলাম। বোঝাই যায়, এমন সুন্দর গানগুলোতে কী অসাধারণ নেচেছো তুমি। মালাইকা তোমাকে অভিনন্দন।
বিচ্ছেদের পরে এই প্রথম মালাইকা ও অর্জুন প্রকাশ্যে কথা বললেন। এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন অর্জুন। এছাড়া তাদের কথা বলতে দেখা যায়নি আর।