English

17 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বিচ্ছেদের গুঞ্জনে চটেছেন মৌসুমী হামিদ

- Advertisements -

বর্তমানে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আর এ নিয়ে ভক্তদের মাঝে দেখা যায় প্রতিক্রিয়া। তারকাদের ঘনঘন বিচ্ছেদের খবরের মাঝেও আছে ভিন্ন উদাহরণ। অনেক তারকাই বিয়ে করে সুখে সংসার করছেন যুগের পর যুগ।

চলতি বছরের ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংসার জীবনে দারুণ সময় পার করছেন তারা। এরই মাঝে এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ খবর কানে যেতেই চটেছেন মৌসুমী হামিদ। অভিনেত্রীর ভাষ্য, বিয়ের এক বছরও হয়নি। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর!

সম্প্রতি এক অনুষ্ঠানে মৌসুমী হামিদকে তার দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সংসার অনেক ভালো যাচ্ছে। বিয়ের পর তার জীবনটাই বদলে গেছে। সবকিছুর জন্য খুশি তিনি।

পরে তার কাছে জানতে চাওয়া হয়, তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে। এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, সেই প্রশ্নে আমার উত্তর ছিল যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। কিন্তু সবার জীবন তো এক নয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।

তার এই মন্তব্য নিয়ে দেশের অনেক গণমাধ্যমে মৌসুমী হামিদের বিচ্ছেদ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেসব সংবাদ দেখে মর্মাহত হয়েছেন এই অভিনেত্রী।

সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ার কথা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, তারা কীভাবে দেখবেন। নানা প্রশ্ন তৈরি হবে। সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব। আমার বিচ্ছেদের সংবাদ দেখে বাবার প্রেশার বেড়ে গেছে। এমনিতেই পরিবার, সংসার, অভিনয়, দেশের পরিস্থিতি— সবকিছু নিয়েই নানারকম মানসিক চাপে থাকি। এর মধ্যে হঠকারিতামূলক কোনো নিউজ দেখলে মনে হয়, কেন অভিনেত্রী হলাম!

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমা। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন