নাসিম রুমি: দেশের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি সমালোচিত হন তার ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে। এবার ঈদের আগে তিনি আবারও আলোচনায় এলেন সাক্ষাৎকার দিয়ে।
সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, ‘সালামী অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ঈদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফট পায় পরিবার ও বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়।’
নতুন ছবির কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, ‘সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’
মিষ্টির ভাষ্য, ‘কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।